সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নেত্রকোনা জেলা শহরের বড় বাজার এলাকার নিজ বাসা থেকে অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ওই শিক্ষকের বাসার খাটের নিচ থেকে মরদেহ উদ্ধারটি উদ্ধার করে পুলিশ।
ওই শিক্ষকের নাম দিলীপ কুমার রায় (৬৬)। তিনি নেত্রকোনা জেলা শহরের আবু আব্বাস ডিগ্রি কলেজের কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক।
নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে ঘটনার পরপরই জেলা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, কলেজ শিক্ষক দিলীপ কুমার রায়ের স্ত্রী নিভা রাণী সাহা কয়েকদিন আগে ঢাকায় ছেলের বাসায় বেড়াতে যান। তখন থেকে শিক্ষক দিলীপ কুমার রায় একাই বাসায় ছিলেন। শুক্রবার সকাল ১০টার দিকে স্ত্রী নিভা রাণী ঢাকা থেকে ফিরে বাসার সামনের ফটকে তালা ঝুলানো দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় বাসার ভিতরে ঢুকে সেখানে গ্রিলেও তালা ঝুলতে দেখতে পান। এ অবস্থায় তিনি ও স্থানীয়রা তালা ভেঙে ঘরে ঢুকে খাটের নিচে তার স্বামীর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের চিহ্ন ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনাসহ প্রাথমিক তদন্তে আমরা ধারণা করছি শিক্ষক দিলীপ কুমার রায়কে হত্যা করা হয়েছে। তবে এই হত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।