সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফুয়াদ (১৫) শারীরিকভাবে অসুস্থ। তার শরীরে হিমোগ্লোবিনের অভাব থাকায় প্রতিমাসে ঢাকায় গিয়ে রক্ত দিতে হতো। ঘটনার দিন ঘাটাইল থেকে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে পরিবার নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। রাত ২টার দিকে সাভার এলাকায় অ্যাম্বুলেন্সটি পৌঁছালে পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা গ্যাসের সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। মুহূর্তেই মৃত্যু হয় অ্যাম্বুলেন্সে থাকা ফুয়াদ ও তার বাবা-মাসহ পরিবারের চারজন। তবে বেঁচে যান অ্যাম্বুলেন্সের চালক জাহিদুল ইসলাম (১৭)।
জাহিদুল ইসলাম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সুতী লাঙ্গলজোড়া গ্রামের আয়নাল হোসেনের ছেলে। জাহিদুল মা খালেদা বেগম বলেন, রাতে জাহিদুল রোগী নিয়ে গোপালপুর থেকে রওনা দেয়। এরপর কালিহাতী থেকে রোগীর আরেক আত্মীয়কে গাড়িতে তোলে। এরপরই সাভারে দুর্ঘটনার কবলে পড়ে। আগুন লাগার পর গাড়ির দরজা আটকে যায়। এতে যাত্রীদের বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে নিজের প্রাণ বাঁচাতে গাড়ির সামনের কাঁচ ভেঙে নেমে পড়ে। আহতবস্থায় সে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে। আগুনে তার দুইটি কান ও মাথার চুল পুড়ে গেছে।
পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় ঢাকামুখি লেনে একটি সড়ক বিভাজকের সঙ্গে চলন্ত অ্যাম্বুলেন্সের ধাক্কা লাগে। এসময় পিছনে থাকা রংপুর থেকে ঢাকাগামী ঝুমুর পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এসময় অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ ঘটে। এতে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায় এবং সেই আগুন বাসেও লাগে। ওই সময় ঝুমুর পরিবহনের পিছনে শ্যামলী পরিবহন এবং একটি ট্রাক ছিল। সেই অ্যাম্বুলেন্সের লাগা আগুন ঝুমুর পরিবহন, শ্যামলী পরিবহন ও ট্রাকে ছড়িয়ে পড়ে।
এফএইচ/