সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লার লাকসামে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক আরোহী।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভৈসকোপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাবারক উল্লাহ মালু (৪২) লাকসাম উপজেলার গোমতী এলাকার ও অপর এক নিহত মাসুদ (২৮) একই উপজেলার উত্তর কোন এলাকার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে জানা গেছে একটি মাহফিলে অংশগ্রহণ করে বাড়ি ফেরার পথে কুমিল্লা নোয়াখালী মহাসড়কের ভৈষকোপিয়া এলাকায় মোটরসাইকেলের সাথে নোয়াখালীগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। আহত একজনকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
লাকসাম হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, গতকাল রাতে প্রচণ্ড কুয়াশা ছিল। ধারণা করা হচ্ছে কুয়াশার মধ্যে মোটরসাইকেল এবং ট্রাক দুটি যানবাহনই দ্রুতগতিতে ছিল। যে কারণে এই সংঘর্ষের ঘটনা এবং প্রাণহানি ঘটে। দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে আটক করে রাখা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতদের মরদেহ আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরএ