সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নোয়াখালী হাতিয়ায় মিছিল করা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ফারুক নামে যুবদলের এক নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত মো. ফারুক সোনাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শফিউল্লাহ মিয়ার ছেলে এবং একই ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক।
সোনাদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফুল ইসলাম কাজল বলেন, স্থানীয় চরচেঙ্গা বাজারে যুবদলের একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। ফারুক ৮নং ওয়ার্ড বাংলাবাজার থেকে নেতৃত্ব দিয়ে মিছিল নিয়ে সভাস্থলে আসেন। মিছিল চলা অবস্থায় হঠাৎ তিনি মাটিতে পড়ে যান। এসময় তার নাকে মুখ দিয়ে ফেনা বের হয়। পরে তাকে দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শিপন চন্দ্র দাস জানান, ফারুক নামে এই ব্যক্তিকে জরুরি বিভাগে আনা হলে ইসিজি করে তাকে মৃত পাওয়া যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, যুবদল নেতার মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। তবে দলীয় বা হাসপাতাল কতৃপক্ষ থেকে আমাকে জানানো হয়নি।
আরএ