সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইলের লোহাগড়ায় থানার সামনে স্বর্ণের দোকানের দেওয়াল ভেঙে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) রাতে অজ্ঞাত চোরের দল ওই দোকান থেকে স্বর্ণ, রুপা ও নগদ টাকাসহ আনুমানিক ৩ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে দাবি মালিকের।
ক্ষতিগ্রস্ত স্বর্ণের দোকানের মালিক শহরের লক্ষ্মীপাশা এলাকা শান্তি স্বর্ণকার গণমাধ্যমকর্মীদের বলেন, ‘শরীর ভালো না থাকায় বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যার পর দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। আমার ধারণা গভীর রাতে অজ্ঞাত চোরের দল দোকানের পশ্চিম-দক্ষিণ পাশের দেওয়াল কৌশলে ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে। পরে তারা স্বর্ণের ৩ জোড়া বালা, ৬০ ভরি রুপা ও নগদ ১০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার ভোরে এলাকাবাসী দোকানের দেওয়াল ভাঙা দেখে আমাকে চুরির ঘটনা অবহিত করে। পরে আমি সাথে সাথে দোকানে এসে চুরির ঘটনাটি জানতে পারি। এর আগেও আমার দোকানে ৪ বার চুরি হয়েছে।’
এ ঘটনায় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে লোহাগড়া থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএ