সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মোহাম্মদ ফয়সাল মিয়া (২০) নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন অটোরিকশার দুই যাত্রী। নিহত ফয়সাল মিয়া রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত মাহফুজ মিয়ার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ জানান, বিয়াল্লিশর এলাকার মল্লিকা পাম্পের সামনে সিলেট অভিমুখী বিআরটিসির যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশা চালক নিহত হয় ও দু'জন যাত্রী আহত হয়। এ ঘটনায় ঘাতক বাস চালক তৌহিদুল ইসলামকে (২৭) আটক করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এফএইচ