সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে চলছে তিন দিনব্যাপী বিবির মেলা। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় মেলার উদ্বোধন করেন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার ও গবেষক বিবি রাসেল।
কৈফিয়ার স্বত্বাধিকারী রওশন আরা দীপ্তির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন,বিখ্যাত অভিনেতা ও মডেল অন্ত করিম, গুণী শিক্ষক দলিল উদ্দিন আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজাউল করিম। অনুষ্ঠানে পরবর্তী পর্বে উদ্যোক্তারা তাদের বক্তব্য তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল টুয়েন্টিফোর ও দৈনিক সমকাল।
সভায় বক্তারা বলেন, তরুণ উদ্যোক্তাদের মাঝে বাংলাদেশের তাঁত ও লোকশিল্পের সংকট সমাধান ও সম্ভাবনা দুয়ার খুলে দিতে বিবি’র মেলার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে নতুন উদ্যোক্তাদের আগ্রহ সৃষ্টি করতে এই মেলাটি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
মূলত এখান থেকে ভালো উদ্যোক্তা বেরিয়ে আসবে এবং দেশের অর্থনীতিতে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। বিশ্ববাজারে বাংলাদেশের ব্র্যান্ডকে ভালোমতো উপস্থাপন করা যাবে। বিনিয়োগ বাড়বে এবং বৈদেশিক অর্থ উপার্জন করা সম্ভব হবে।
মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় মঞ্চে থাকবে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এবারের মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ৩০ জন উদ্যোক্তা উক্ত মেলায় অংশগ্রহণ করছেন। এর আগে আমরা করব জয় একদিন গানটা যন্ত্র সঙ্গীতের মাধ্যমে পরিবেশন করা হয়। এরপর মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উক্ত মেলার কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এফএইচ