সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হতাহতের ঘটনায় দৈনিক দেশ রূপান্তরের সোনাগাজী (ফেনী) প্রতিনিধি আবুল হোসেন রিপনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে ফেনীর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত মোস্তারীর আদালতে তোলা হলে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সোনাগাজীর চর চান্দিয়ার গ্রামের নিজ বাড়ি থেকে র্যাব সদস্যরা আটক করে ফেনী মডেল থানায় সোপর্দ করে। গত ১৮ নভেম্বর সেনবাগ উপজেলার লক্ষিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সিএনজি চালক আবদুর রব বাদী হয়ে ১৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০ জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আবুল হোসেন রিপনকে ৫২নং আসামি করা হয়েছে।
আবুল হোসেন রিপনের স্ত্রী সানজিদা আক্তার বলেন, রোববার আমরা জামিনের জন্য আবেদন করবো। আশা করছি আইনের কাছে তিনি সুবিচার পাবেন। রিপন সোনাগাজী উপজেলা থেকে গত দুই দশক সাংবাদিকতা করছেন। সাংবাদিকতা করতে গিয়ে অনেক প্রতিপক্ষ রয়েছে। তারা হয়তো তাকে মামলায় জড়িয়েছে।
সাংবাদিককে কেন মামলায় আসামি করলেন এমন প্রশ্নের উত্তরে বাদী বলেন, তিনজন বিএনপি-জামায়াতের নেতা আমাকে ১০ হাজার টাকা দিয়ে কয়েকটি স্টাম্পে স্বাক্ষর নিয়েছে। পরে ওই পেপারগুলো ফেনী মডেল থানায় জমা দিয়েছি। কোনো নিরপরাধ যেন হয়রানির শিকার না হয় সেটা আমি ওসিকে বলেছি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান, শুক্রবার আবুল হোসেনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।
আরএ