সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নরসিংদীতে শুরু হয়েছে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নরসিংদী সরকারি কলেজ মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া। খেলার আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।
প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, হ্যান্ডবল ও অ্যাথলেটিক্সসহ মোট ৬টি খেলার নারী পুরুষ মিলিয়ে ৩১টি ইভেন্টে জেলার ৪০টির বেশি কলেজের অন্তত ৮০টি দল অংশ নিচ্ছে।
প্রথম দিনের উদ্বোধনী খেলায় পলাশ থানা সেন্ট্রাল কলেজ তিন শূন্য গোলে নরসিংদী সরকারি কলেজের কাছে পরাজিত হয়। জেলা পর্যায়ের খেলা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। তারপর জোন পর্ব পার হয়ে চ্যাম্পিয়ান দলগুলো খেলবে বিভাগীয় পর্যায়ে।
আরএ