সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফুলবাড়ী ইউনিয়নের মালাধর গ্রামে মসজিদের কমিটি নিয়ে বিরোধের দ্বন্দ্বে নিহত সাইদুল ইসলাম কিনু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে মালাধর উত্তর পাড়া গ্রামে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহত কিনু মিয়ার স্ত্রী স্বপ্না বেগম জানান, আমার স্বামী একজন দরিদ্র রিকশাচালক। তার আয়ে তিন মেয়ে নিয়ে কোনো মতো জীবনযাপন করতাম। ঘটনার দিন আমার স্বামী মসজিদে নামাজ পড়তে গিয়ে অন্যায়ের প্রতিবাদ করায় তাকে নির্মমভাবে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এখন খেয়ে না খেয়ে দিন পার করতে হচ্ছে আমাদের। হত্যাকারীর ফাঁসি এবং জড়িত সকল আসামিদের আইনের আওতায় আনার দাবি করেন তিনি।
মানববন্ধনে গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন- আব্দুল মতিন, আনিসুর রহমান, মেয়ে জেমি খাতুন। বক্তারা এ সময় হত্যাকাণ্ডের মূল আসামি মাজিদুলসহ সকল আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। মানববন্ধনে শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ২৯ নভেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ কমিটির মিটিং চলাকালীন সময় কমিটি গঠনের এক পর্যায়ে রিকশাচালক কিনুর ওপর হামলা করে হত্যা করে মজিদুল ইসলাম মাজেদ নামে এক ব্যক্তি। সে দিনই হত্যার সাথে জড়িত আসামিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের হয়।
আরএ