সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
“নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এ শ্লোগানকে নামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষন করে একই স্থানে এসে শেষ হয়। এসময় নারী নির্যাতনকে লাল কার্ড প্রদর্শন করেন অতিথিসহ অংশগ্রহণকারীরা। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।
নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এসময আরও বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমি রানী মজুমদার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শুভাশীষ বিশ্বাস, কোর্ট পরিদর্শক কোর্ট সরেশ চন্দ্র প্রামাণিক, ব্র্যাকের জেলা সমন্বয়ক জাহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যার যার অবস্থান থেকে সচেতনতা তৈরির পাশাপাশি প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নারী নেত্রী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এফএইচ