সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইজারাকৃত বিল থেকে অবৈধভাবে মাছ শিকারের দায়ে একজনকে কারাদণ্ড ও দুজনকে জরিমানা করা হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন এ অভিযান পরিচালনা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত হাবিব মিয়া সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুর গ্রামের টুনু মিয়ার ছেলে এবং অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- একই উপজেলার আখিতারা গ্রামের হাফিজ মিয়ার ছেলের রায়হান মিয়া এবং তার ভাই ফতেহ মিয়া।
ইউএনও মো. মোশারফ হোসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, সরাইল উপজেলার শাহাজাদাপুর ইউনিয়ন সংলগ্ন শাপলা বিলে কতিপয় ব্যক্তি অবৈধ রিং জাল এবং ফিক্সড ইঞ্জিন ব্যবহার করে ইজারাকৃত বিল থেকে অবৈধভাবে মাছ আহরণ করছিল। এতে করে মাছের স্বাভাবিক বংশ বিস্তার বাঁধাগ্রস্ত হচ্ছে এবং ইজারাদার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন অভিযোগ পেয়ে সরেজমিন গিয়ে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এসময় দুই হাজার মিটার রিং জাল এবং দুটি নৌকা জব্দ করা হয়।
আটককৃতদের একজনকে দেশীয় অস্ত্র টেটা ও বল্লমসহ আটক করা হয় এবং এই ব্যক্তি অভিযানে বাঁধা তৈরি করার চেষ্টা করার কারণে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সরকারি কাজে বিঘ্ন ঘটানোর দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আটক অন্য দুইজনকে মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৩ ধারা লঙ্ঘনের দায়ে ৫ ধারায় পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
ইউএনও আরো জানান, জব্দকৃত রিং জাল ঘটনাস্থলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। জব্দকৃত নৌকাগুলো সরাইল থানার জিম্মায় রাখা হয়েছে।
কে