সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দিনাজপুরের বড়পুকুরিয়া খনিতে আজ ৩০ নভেম্বর শনিবার থেকে দুমাসের জন্য কয়লা উত্তোলন বন্ধ হয়ে গেছে নতুন ফেসে যন্ত্রপাতি সরিয়ে ফেব্রুয়ারি থেকে আবারো কয়লা উত্তোলনের আশা করছেন সংশ্লিষ্টা। তবে তাপ বিদ্যুৎ কেন্দ্র সচল রাখার মত পর্যাপ্ত কয়লা মজুদ রয়েছে ইয়াডে।
সংশ্লিষ্টরা জানান, গেল আগস্ট মাস থেকে খনির ১৪১৪ নম্বর ফেইজ থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী উত্তোলন যোগ্য কয়লা তোলা শেষে নতুন আরেকটি ১৩০৫ নম্বর ফেইজে যন্ত্রপাতি সরিয়ে নিতে মাস দুয়েক সময় লাগবে। একারনে কয়লা উত্তোলন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আজ শনিবার সকাল থেকে সাময়িক ভাবে দুমাসের জন্য সময়ের জন্য কয়লা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক খান মোহাম্মদ জাফর সাদিক জানান, ১৪১৪ নম্বর ফেইজ থেকে গেল ৩ মাসে ৪ লাখ ৬৪ হাজার মেট্রিক। টন কয়লা উত্তোলন করা হয়েছে। যন্ত্রপাতি সরিয়ে ১৩০৫ নম্বর ফেইজে প্রতিস্হাপন শেষে দুমাস পরে প্রায় ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের আশা করছেন তারা।
উত্তোলিত কয়লা পুরোটাই সরবরাহ করা হবে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে। কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে ইয়াডে মজুদ রাখা হয়েছে ৩ দশমিক ৫ লাখ মেট্রিক টন কয়লা।
কে