সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শেরপুরের মুর্শিদপুর দোজা পীরের দরবারে হামলার ঘটনায় একজনের মৃত্যুর জেরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার (২৯ নভেম্বর) সকাল থেকেই সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। শহরের শেরীব্রিজ মোড়, কুসুমহাটি মোড় ও লছমনপুর এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।
এর আগে ২৪ নভেম্বর শেরপুর সদরের লছমনপুর গ্রামের মুর্শিদপুর খাজা বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবারের মুরিদ ও স্থানীয় মুসল্লিদের বিরোধের জেরে হামলার ঘটনায় মারা যান স্থানীয় হাফেজ উদ্দিন। এরপর বৃহস্পতিবার বিক্ষুব্ধ জনতা পীরের দরবারে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।
এর জের ধরে আজ (শুক্রবার) লং মার্চের ঘোষণা দেন পীরের অনুসারীরা। আর লং মার্চ প্রতিরোধের ঘোষণা দেন মুসল্লীরা। এতে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিয়ে শহরসহ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ময়মনসিংহ ৩৯ বিজিবি'র সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। তাদেরকে শান্ত থাকতে বলা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, তারা আমাদের কথা দিয়েছেন, কোনো ধরনের অশান্ত পরিস্থিতি তারা করবেন না। আমরা পরিবেশ স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছি।
অ