সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফিলিস্তিনি জনগণের মুক্তি সংগ্রাম কমিটির উদ্যোগে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে সাম্রাজ্যবাদী আমেরিকার মদদে ফিলিস্তিনে ইসরাইলী হত্যাকাণ্ড ও দখলদারিত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক সংগ্রামে যোগ দেবার আহ্বান জানিয়ে উক্ত সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা খেলাঘরের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েক এডভোকেট মানিক মজুমদার, বিপ্লবী কমিউনিস্ট লীগ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আব্দুল কাদের আজাদ, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইমদাদ মিয়া, মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা হোসনে আরা খানম,কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক অজিত বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অরুন কুমার শীল।
এ সময় বক্তারা বলেন, সারা পৃথিবীর মানুষ যেখানে ফিলিস্তিনির উপর বর্বর হামলায় নিন্দা করছে সেখানে আমেরিকার প্রত্যক্ষ মদদে ইসরাইল দিনের পর দিন ফিলিস্তিনিদের উপর অমানুষিক নির্যাতন করছে। সেখানকার হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করছে। তাদের এ আক্রমন থেকে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বসতবাড়ি, হাসপাতাল ও রক্ষা পাইনি লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বাড়িঘর হারিয়ে তারা মানবিক বিপর্যয় জীবন অতিবাহিত করছেন।
এ নারকীয় হত্যাকাণ্ডের ফলে এখানকার মানবিক বিপর্যয় ঘটেছে। অনেক শিশু নারী বৃদ্ধ তাদের এই হামলার শিকার হয়েছে। অথচ আমেরিকা মুখে বিশ্বশান্তির কথা বললেও তাদের এই হামলার বন্ধের এখনো কোনো ব্যবস্থা নেয়নি।
বক্তারা বলেন, ২০২৩ সাল থেকে ইসরায়েলি বাহিনী আমেরিকার প্রত্যক্ষ মদদে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা করছে এবং এখন পর্যন্ত প্রায় ৪৫ হাজান নিরীহ জনগণকে হত্যা করেছে। বক্তারা ইসরাইলের এই হামলার তীব্র নিন্দা করেন এবং এই হামলার প্রতিবাদে বিশ্ব বিবেককে এগিয়ে আসার আহ্বান জানান।
এফএইচ