সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জয়পুরহাটে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি লুৎফর রহমানকে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। রাজধানী ঢাকার শনির আখড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত লুৎফর রহমান (৪৮) সদর উপজেলার ভাদসা পলিবাড়ী গুচ্ছগ্রামের কাইমুদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ২২ মে সদর উপজেলার ভাদসা পলিবাড়ী গুচ্ছগ্রামের ১৩ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে লুৎফর রহমান। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে ২৩ মে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ২০২৪ সালের ১০ জুলাই তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ মামলায় জামিন নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন লুৎফর। অবশেষে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন।
আরএ