সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চার বছর বয়সী এক শিশু ধর্ষণের দায়ে তসলিম উদ্দিন মিস্ত্রি (৫৯) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আসামিকে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
দণ্ডিত তসলিম উদ্দিন মিস্ত্রি মুজিবনগর উপজেলার ভবনপাড়া গ্রামের বিলাত মিস্ত্রির ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের ৪ বছর বয়সী এক শিশু বাড়ির পাশের একটি আম বাগানে অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। প্রতিবেশী তছলিম উদ্দিন মিস্ত্রি চকলেটের প্রলোভন দিয়ে শিশুটিকে একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায় তসলিম। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার দিন ২০২৩ সালের ২২ আগস্ট শিশুটির মা বাদী হয়ে মুজিবনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার একমাত্র আসামি করা হয় তসলিম উদ্দিনকে। পুলিশ শিশুটির ডাক্তারি পরীক্ষা এবং মামলা তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিল করে। প্রয়োজনীয় সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন। এ রায়ে সন্তেুাষ প্রকাশ করেন বাদী পক্ষ।
আরএ