সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এসময় তারা সারাদেশের সকল আদালতের নিরাপত্তা জোরদার করার দাবি জানান।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে দুর্গাপুর চৌকি আদালত চত্বরে এই কর্মসূচির আয়োজন করে দুর্গাপুর আইনজীবী সমিতি।
মানববন্ধনে ও সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।
মানববন্ধনে অ্যাডভোকেট আবু সিদ্দিক আনোয়ারীর আহ্বানে ও ব্যবস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- সিনিয়র অ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহা, অ্যাডভোকেট শাহনেওয়াজ আকুঞ্জি, অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব, অ্যাডভোকেট জাকারিয়া সরকার প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মোশারফ হোসেন মীরধা, অ্যাডভোকেট শহিদুল ইসলাম রেনু, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট হোসনে আরা শিউলি, অ্যাডভোকেট আব্দুল মতিন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সেকুলসহ অনেকেই।
আরএ