সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলেজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ নড়াইলের আয়োজনে বৃক্ষমেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা প্রশাসকের কার্যলয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মো. জাহিদুল ইসলাম বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আহসান মাহমুদ রাসেল প্রমুখ।
এসময় সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার কর্ণধার, প্রতিনিধি, ছাত্র-ছাত্রী ও দর্শনার্থীগণ উপস্থিত ছিলেন। বৃক্ষমেলায় ফলজ, বনজ, ওষুধিসহ বিভিন্ন গাছের মোট ১২টি স্টল রয়েছে। বৃক্ষমেলা চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত।
আরএ