সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সনাতন ধর্মাবলম্বীরা।
সোমবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর চাষাড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এর যানচলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ মিছিলটি ২নং রেল গেইট এলাকায় গিয়ে শেষ হয়। এসময় বিপুল সংখ্যক আইশৃঙ্খলা বাহিনী সড়ক অবস্থান নেয়।
চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সনাতনীরা নানা স্লোগান দেন। একই সাথে দ্রুত সময়ের মধ্যে তাকে মুক্তি না দিলে আন্দোলনের হুঁশিয়ার দেন সনাতনী সংগঠনগুলোর নেতৃবৃন্দ। এছাড়া চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভে অংশ নেন।
আরএ