সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এছাড়া ৬ জনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সদর উপজেলার রূপগঞ্জ বাজারে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ সদর উপজেলার রূপগঞ্জ বাজারে অভিযান চালান। এসময় ১০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া ৬ জনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, রূপগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ১০ কেজি অবৈধ পলিথিন জব্দ জরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া ৬ জনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরএ