সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুড়িগ্রামের চিলমারীতে ট্রাসফোর্স কমিটির বিশেষ অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কুড়িগ্রামের সহকারী পরিচালক এ.এস.এম মাসুম -উদ দৌলা এ অভিযান পরিচালনা করেন।
ট্রাসফোর্স কমিটির বিশেষ অভিযানে, পরিমাপে তেল কম দেয়ায় মেসার্স সাগর ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে থানাহাট ইউনিয়নের থানাহাট বাজারে অভিযানে রাফি ট্রেডার্সকে চালের মুল্য তালিকা টাঙিয়ে না দেওয়ায় ৭ হাজার ও সাইফুল সুতাঘরকে নকল পণ্য সামগ্রী রাখায় ৪ হাজারসহ মোট ৫১ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কুড়িগ্রামের সহকারী পরিচালক এ.এস.এম মাসুম-উদ দৌলা অভিযানের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
অভিযানে কুড়িগ্রাম খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি কাদের বকসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রামের ছাত্র প্রতিনিধি আলমগীর হোসেন, চিলমারী’র সাব্বির রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
এফএইচ