সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সকালে শরীয়তপুরের একটি সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কালো রঙের ১০ টি ব্যাগ। ব্যাগের ভেতর বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ও সেনাবাহিনীর টিম দিনভর জায়গাটি ঘিরে রাখে। এরপর বোমা নিষ্ক্রিয়কারী দল এসে ব্যাগগুলো থেকে ১২৩ টি ককটেল বোমা উদ্ধার করে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দিয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের উত্তর আকালবরিশ গ্রামের সড়কের পাশ থেকে ককটেল বোমাগুলো উদ্ধার করে ধ্বংস করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১১ নভেম্বর) সকালে আকালবরিশ সড়কের পাশে কালো রঙের কত গুলো ব্যাগে বোমা সদৃশ বস্তু দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে সকাল ৯ টার দিকে ঘটনাস্থলে আসে ডামুড্যা থানার পুলিশ। ব্যাগের মধ্যে ককটেল বোমার সদৃশ দেখতে পায় পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে দিনভর ঘটনাস্থল পুলিশ ও সেনাবাহিনী ঘিরে রাখে। পরে সন্ধ্যা ৬ টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের ৭ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ব্যাগগুলো উদ্ধার করে ককটেল বোমা পায়। এরপর বিশেষ ইলেকট্রনিক প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিত করে ককটেল বোমা গুলো বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেওয়া হয়। কে বা কারা কোন উদ্দ্যেশে ককটেল বোমা গুলো এনেছিল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।
শরীয়তপুর পুলিশের অতিরিক্ত সুপার মুসফিকুর রহমান বলেন, সকালে খবর পেয়েছি কিছু দুষ্কৃতিকারী কালো ব্যাগ ভর্তি বোমা ফেলে গেছে। এরপর পুলিশ ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থল ঘিরে রাখে। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরিরিজম ইউনিটের বোমা নিষ্কিয়কারী দলকে খবর দেওয়া হলে তারা এসে ব্যাগগুলো থেকে ১২৩ টি ককটেল বোমা উদ্ধার করেছে। ইতোমধ্যে বোমাগুলো বিস্ফোরণ ঘটানো হয়েছে। কে বা কারা এখানে ব্যাগ ভর্তি বোমা রেখেছিল তা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফএইচ