সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন এবং ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গ্যাস চাই আন্দোলন কমিটি।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তর শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক চত্বরে অবস্থান নেয়।
এ সময় বক্তারা আগামী ২২ তারিখের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে হরতাল ও অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেন তারা। অবস্থান কর্মসূচি শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি তুলে দেন।
গ্যাস ও সেতু চাই আন্দোলন কমিটির আহ্বায়ক মুহা. ওবায়দুর রহমান বিন মোস্তফা বলেন, ভোলা-বরিশাল সেতু ও ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবি আমাদের দীর্ঘদিনের। কিন্তু ১০ বছরেও সেই দাবি পূরণ হয়নি। আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
বিক্ষোভ মিছিল ও আন্দোলনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।
আরএ