সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চুরির মামলায় কারাগারে বন্দি ছিল রাজু মাল। রিমান্ড শুনানির জন্য তাকে আদালতে আনা হয়েছিল। শুনানি শেষে আবারও কারাগারে পাঠানোর জন্য তাকে হাজতখানায় রাখা হলে কৌশলে পালিয়ে যায়। কিন্তু পুলিশের চিরুনি অভিযানে আবারও গ্রেপ্তার হয়েছে সে।
রোববার (১০ নভেম্বর) বিকেল ৩টায় শরীয়তপুর কোর্টের হাজতখানায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, শরীয়তপুরের ডামুড্যা থানার মাসুদপট্টি এলাকার মোকলেছুর রহমান মালের ছেলে রাজু মাল ডামুড্যা থানার একটি চুরির মামলার আসামি হিসেবে শরীয়তপুর কারাগারে বন্দি ছিল। রোববার মামলাটির রিমান্ড শুনানির জন্য তাকে আদালতে আনা হয়েছিল। শুনানি শেষে তাকে ফের কারাগারে পাঠানোর জন্য কোর্টের হাজতখানায় রাখা হয়েছিল ৷ এসময় সে কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশের চিরুনি অভিযানে পালিয়ে যাওয়ার এক ঘণ্টার মধ্যে রাজু মালকে আবারও গ্রেপ্তার করে পুলিশ।
শরীয়তপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান হাবীব বলেন, কোর্টের হাজতখানা থেকে কৌশলে পালিয়ে গিয়েছিল রাজু মাল। পরে পুলিশ সুপারের নির্দেশে চিরুনি অভিযান পরিচালনা করে পালিয়ে যাওয়ার এক ঘণ্টার মধ্যে তাকে ফের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা। পালিয়ে যাওয়া আসামি রাজু মালকে জিজ্ঞাসাবাদ চলছে।
আরএ