সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর মালিকের বাড়ি এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা ওই কর্মসূচি পালন করছে।
মহাসড়ক অবরোধের কারণে উভয়েদিকে যানজটের সৃষ্টি হয়েছে। এতে মারাত্মক দুর্ভোগে পোহাচ্ছেন ওই মহাসড়কে চলাচলকারীরা। পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা
গত শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া শ্রমিকদের আন্দোলন তৃতীয় দিনের মতো আজ সোমবার সকালেও অব্যাহত রয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে গতকাল ৪০টি কারখানা বন্ধ রাখা হয়। একটানা ৫১ ঘণ্টা সড়ক অবরোধ থাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে দীর্ঘ সময় যানবাহন থমকে আছে। এতে মারাত্মক দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকেরা। বৃহত্তর ময়মনসিংহ বেল্টের কিছু যানবাহন ভোগড়া বাইপাস থেকে মীরের বাজার হয়ে বিকল্প সড়ক ব্যবহার করে রাজধানীর সাথে সংযোগ রক্ষা করতে পারলেও পারলেও যানজটের কারণে তা ব্যাহত হচ্ছে।
টঙ্গী শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন জানান, গতকাল সন্ধ্যায় বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা ম্যানেজ করতে পারেনি। বেতন না পেয়ে শ্রমিকরাও মহাসড়ক ছাড়তে নারাজ। আজ সমস্যার সমাধান হতে পারে। মালিক ও শ্রমিক উভয়পক্ষকে বুঝিয়ে সড়ক স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
আরএ