সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাইনুদ্দিন আহমেদ ওরফে মানুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১০ নভেম্বর) শহরের দক্ষিণ টেপাখোলার হরিসভা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মানু সম্প্রতি ভেঙে দেওয়া ফরিদপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
মাইনুদ্দিন আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আহত এক ছাত্রীর বাবা মুজাহিদুল ইসলামের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।
প্রশাসনিক সূত্রে জানা যায়, ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শহরের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলার শিকার হয় শিক্ষার্থীরা। হামলার সময় আহত হন ফরিদপুর সদরের মাহমুদপুর এলাকার বাসিন্দা মুজাহিদুল ইসলামের মেয়ে হেলথ কেয়ার ট্রেনিং সেন্টারে শিক্ষার্থী মুমতাহীনা ইসলাম (১৯) নামের এক ছাত্রী।
এ ঘটনায় মুজাহিদুল ইসলাম (৪৬) বাদী হয়ে গত ১০ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। ওই মামলার ৭৪ নম্বর এজাহারভুক্ত আসামি মাইনুদ্দিন আহমেদ মানু।
ফরিদপুরের কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১০ নভেম্বর) শহরের হরিসভা এলাকার নিজ বাড়ি থেকে মাইনুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ও ওসি জানান।
আরএ