সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত বদিউজ্জামাল হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও সাবেক মেয়র আইভীর বোন জামাতা আব্দুল কাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১০ নভেম্বর) দুপুরে নগরীর নিতাইগঞ্জে অবস্থিত কাদির এন্টারপ্রাইজ থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
গ্রেপ্তারকৃত আব্দুল কাদির, জেলা যুব লীগের সভাপতি ছাড়াও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বোনের স্বামী।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৫ আগস্ট সকালে শহরের চাষাঢ়ায় শহীদ মিনারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন পণ্ড করতে ককটেল বিস্ফোরণ সহ এলোপাতাড়ি গুলিবর্ষণ করে স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হন বদিউজ্জামান। পরে গুরুতর অবস্থায় তাকে সদর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর নিহত বদিউজ্জামানের স্ত্রী আদুরি বেগম বাদী হয়ে শেখ হাসিনা ও শামীম ওসমান সহ ৩৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা করেন।
আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান জানান, ওই মামলায় আব্দুল কাদিরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হলে বিচারক আসামিকে কারাগারে প্রেরণ করেন।
এফএইচ