সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার এইচ আর হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যুর অভিযোগের প্রেক্ষিতে সংবাদ সংগ্রহে গেলে দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার জাহিদ হাসান নাইমকে হেনস্তা ও তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সেলিম রেজা। শনিবার (৯ নভেম্বর) হাসপাতালের রিসিপশনের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার এইচ আর হাসপাতালে সংবাদ সংগ্রহের জন্য সেখানে যান গণমাধ্যমকর্মী জাহিদ হাসান নাইম। পরে, সেখানে হাসপাতালের চেয়ারম্যান সেলিম রেজার কাছে প্রসূতির মৃত্যুর অভিযোগের বিষয়টি জানতে চাইলে তিনি ওই সাংবাদিককে হেনস্তা করেন ও উচ্চ বাক্য বিনিময় করেন। এক পর্যায়ে হাসপাতালের ছবি তোলার কারণ জানতে চেয়ে নাইমের হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন হাসপাতালের চেয়ারম্যান।
এই বিষয়ে ভুক্তভোগী জাহিদ হাসান নাইম বলেন, এইচ আর হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তাদের হাসপাতালের ডাক্তারের ভুল চিকিৎসার কারণে এক প্রসূতি মারা গিয়েছে। উনার কাছে এই অভিযোগের বিষয়ে জানতে চাইলাম। সঙ্গে সঙ্গে উনি ক্ষেপে গিয়ে আমাকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা ও উচ্চবাক্য বিনিময় করতে লাগলেন। তিনি আমাকে বলতে লাগলেন, সাংবাদিকদের মত আমি রাস্তায় রাস্তায় ঘুরি না, আমার অনেক কাজ আছে। কিছু বলতে পারবো না এই বিষয়ে। এক পর্যায়ে আমি ওনার হাসপাতালের ছবি তুললাম কেন এই কথা বলে উনি আমার মোবাইল ছিনিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসপাতালের চেয়ারম্যান সেলিম রেজা বলেন, আমার বিষয়ে আনিত অভিযোগগুলো মিথ্যা। আপনারা অফিসে আসেন। সামনা সামনি কথা বলে সমাধান করি।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা কোতওয়ালী থানার ওসি মহিনুল ইসলাম বলেন, আপনার মাধ্যমে এটি শুনলাম। আমাদের কাছে যদি লিখিত অভিযোগ করে তাহলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
এই বিষয়ে জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান তীব্র নিন্দা জানিয়ে বলেন, সহকর্মী জাহিদের সঙ্গে এমন আচরণের জন্য অবশ্যই এইচ আর হাসপাতালের চেয়ারম্যানকে ক্ষমা চাইতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে, এর দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার কাজী এনামুলক ফারুক বলেন, সাংবাদিক জাহিদ হাসান নাঈমের ওপর হামলার ঘটনা অ অত্যন্ত দুঃখজনক। আমরা প্রেসক্লাব থেকে সিভিল সার্জন বরাবর অভিযোগ জানাব। সাংবাদিকে হেনস্তা করার উপযুক্ত ব্যবস্থা করা না হলে প্রেসক্লাব থেকে কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার বলেন, সাংবাদিকদেরকে হেনস্তা করা ন্যাক্কারজনক ঘটনা। লিখিত অভিযোগ পেলে আমরা ওই হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
উল্লেখ্য, কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার এইচ আর হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় ইসরাত জাহান এরিন (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার ( ৮ নভেম্বর) দিবাগত রাতে ওই প্রসূতির মৃত্যু হয়।
এফএইচ