সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় মদসহ ৭ যুবককে আটক করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ৮ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।
শনিবার (৯ নভেম্বর) সকালে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাহাদুরকান্দা এলাকা থেকে তাদের মদসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন- মোহনগঞ্জ উপজেলার নাগডরা গ্রামের উদয় (২৪), কানুন (২৬), বিশ্বজিৎ (২১), নিকাশ (২২), মোহাম্মদ পাভেল (২০), কালি পদ (৩৫) ও সাপ্ত চন্দ্র (২৩)।
পুলিশ জানায়, শুক্রবার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কে চেকপোস্ট পরিচালনা করে যৌথবাহিনী। সন্ধ্যা ৬টার দিকে কলমাকান্দা থেকে ঠাকুরাকোনাগামী একটি অটোরিকশা চেকপোস্টে থামায় যৌথবাহিনী। তল্লাশি করে এতে ৮ বোতল ভারতীয় মদ পাওয়ার পর অটোরিকশায় থাকা ৭ যুবককে আটক করা হয়। সীমান্ত থেকে মদ সংগ্রহ করে নিজের এলাকায় নিয়ে যাচ্ছিল ওই যুবকরা। পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় ওই ৭ যুবকের বিরুদ্ধে বিচেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।
আরএ