সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুড়িগ্রামে বিনা লাভে সবজি বিক্রি করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কাঁচাবাজারের ঊর্ধ্বগতি থেকে কিছুটা স্বস্তি ফেরাতে জেলা প্রশাসকের সহযোগিতায় এমন আয়োজন করেছেন তারা।
কুড়িগ্রাম পৌর শহরের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সপ্তাহে ৪ দিন (রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার) বিনা লাভের দোকান বসবে বলে জানিয়েছেন শিক্ষার্থী আব্দুস সালাম রনি।
এই সবজির দোকানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬৩ টাকা, পটল ৪০ টাকা, বেগুন ৩৬ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা, পেঁয়াজ ১১২ টাকা, প্রতি পিস ডিম সাড়ে ১১ টাকা, লাউ প্রতি পিস ৩৫ টাকা, ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩৩ টাকা ও মুলা ৩২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাইকারি মূল্যে সবজি পেয়ে দারুণ আনন্দিত অনেকে।
পৌর শহরের পিটিআই পাড়া এলাকার জসিম উদ্দিন বলেন, আজ এখান থেকে বাজার করলাম। বাজারের চেয়ে প্রতিটি জিনিসের দাম ৫-৭ টাকা করে কম। বাজার করলে এখান থেকেই করব।
এদিকে শিক্ষার্থীরা জানান, শীতকালীন বিভিন্ন শাক-সবজি বাজারে সরবরাহ হলেও দাম কিন্তু এখনও বেশি রয়েছে। তাই আমরা সরাসরি কৃষকের কাছ থেকে কিনে ওই দামে বিক্রি করছি। যাতে সাধারণ মানুষজন কিছুটা স্বস্তি পায়।
কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) নুসরাত সুলতানা জানান, বাজারে সবজির দাম ঊর্ধ্বগতি। উদাহরণ স্বরূপ আমরা বিনা লাভের সবজির দোকান চালু করেছি। তা দেখে যেন ব্যবসায়ীরা উদ্বুদ্ধ হয়।
অ