সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ব্রাহ্মণবাড়িয়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে ট্রাকের ধাক্কায় নূরে আজম (৪২) নামের এক সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন৷
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার নন্দপুর বেসিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূরে আজম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মৃত মো. মন্নান মিয়ার ছেলে। সে জীবিকা নির্বাহের জন্য কসবা পৌরসভার আড়াইবাড়ি এলাকায় স্ত্রী ও সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দপুর বেসিকের সামনে এক নারী অসতর্কভাবে সড়ক পার হচ্ছিলেন। এ সময় ওই নারীকে বাঁচাতে গিয়ে নূরে আজমের সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ জানান, সড়ক দুর্ঘটনায় একজন অটোরিকশাচালক নিহত হয়েছেন। মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷ ঘটনাস্থল থেকে অটোরিকশাটি উদ্ধার করা হলেও ট্রাকচালক পালিয়ে যায়।
অ