সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দ্রুত সংস্কার শেষ করে অন্তবর্তী সরকারের কাছে আগামী ২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচনের জোর দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে নাটোর শহরের দত্তপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।
দুলু বলেন, ১৮ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। অনেক মানুষ আশা করে আছে মৃত্যুর আগে নির্ভয়ে প্রকাশ্যে পছন্দের মানুষকে ভোট দেওয়ার জন্য। আমরা চাই সংস্কার ব্যবস্থা, অতিদ্রুত সম্পন্ন করে নির্বাচন হোক। অন্তর্বতী সরকারের কাছে আমার আহ্বান, আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার নির্বাচনের কথা বলছেন। আমরা আন্দোলন করেছি এই সাড়ে ১৫ বছর এদেশের মানুষের ভোটের অধিকারের জন্য, কথা বলার অধিকারের জন্য, মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য।
কেন্দ্রীয় বিএনপির এই নেতা বলেন, পাকিস্তান আমলে কথা বলা যেত না। তার থেকে খারাপ অবস্থা হয়েছে শেখ হাসিনার আমলে। কথা বললেই গুম, কথা বললেই হয় জেল, কথা বললেই আয়নাঘর, না হলে ম্যাইর, না হলে পঙ্গু। এই সাড়ে ১৫ বছর অনেক রক্ত ঝরেছে, অকেককেই মৃত্যুবরণ করতে হয়েছে, অনেকেই এই পৃথিবী ছেড়ে চেলে গেছে। আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, গণতন্ত্র ও ভোটের অধিকারের কথা বলতে গিয়ে মাসের পর মাস বছরের পর বছর জেল খাটতে হয়েছে।
ভোটারবিহীন ভোট ছাড়া, অন্যায়-অবিচার করে, লুটপাট করে, মানুষ খুন করে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের যারা বন্ধু, তাদের বলতে চাই আগামী ৪২ বছর পরে চিন্তাভাবনা কইরেন। পালিয়ে গিয়ে কেউ কোনোদিন ক্ষমতায় আসতে পারে না। শেখ হাসিনা আপনিও কোনোদিন ক্ষমতায় আসতে পারবেন না বলে জানান দুলু।
অনুষ্ঠানে মো. মনতাজ উদ্দিনের সভাপতিত্বে মো. জুয়েল রানার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা যুবদলের সভাপতি, এ হাই তালুকদার ডালিম সহ নাটোর জেলার বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এফএইচ