সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সাতক্ষীরাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে বর্ষা মৌসুমে ঘটে যাওয়া স্মরণকালের রেকর্ড পরিমাণ বৃষ্টি ও জলাবদ্ধতা মোকাবেলা করে খাদ্যভান্ডার সমুন্নত রাখতে সাতক্ষীরায় বিনা’র শীর্ষ কৃষি বিজ্ঞানীদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
খুলনা ও সাতক্ষীরা জেলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহ সম্প্রসারণ ও বিদ্যমান শস্যবিন্যাসে অন্তর্ভুক্তিকরণ শীর্ষক আলোচনা ও আঞ্চলিক কর্মশালায় দেশের শীর্ষ কৃষি বিজ্ঞানীরা। শুক্রবার (৮ নভেম্বর) সকাল দশটায় বিনা সাতক্ষীরা উপকেন্দ্র ‘বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালার প্রথমে পর্বে সাতক্ষীরা ও খুলনার কৃষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, বীজ ডিলার, এনজিও, বিনা, বারি, ব্রি, বিএডিসি ও বিশ্ববিদ্যালয়সহ অধিক্ষেত্রের ১০০ জন এবং দ্বিতীয় পর্বে নড়াইল ও বাগেরহাটের ১০০ জন অংশ নেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিনার উদ্ভিদ দেহতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. বাবুল আকতার।
এতে তিনি খুলনা অঞ্চলে জলাবদ্ধতা, লবণাক্ততা, জমি দেরিতে ফসল চাষের উপযোগী হওয়া, সেচ সংকট, উপযোগী জাতের সংখ্যা কম হওয়া ও মাটি ব্যবস্থাপনাসহ নানা সমস্যার কথা উল্লেখ করে ফসলের জাত নির্ধারণ, চাষাবাদ, ফসল উৎপাদন, বীজ সংরক্ষণ ও সম্প্রসারণের নানা কৌশল তুলে ধরেন।
কর্মশালায় উল্লিখিত প্রতিকূলতা মোকাবেলা করে ফসল উৎপাদনের জন্য বোরো মৌসুমে বিনাধান ১০, বিনাধান ২৪ ও বিনাধান ২৫, আমন মৌসুমে বিনা ২৩, উঁচু জমির জন্য বিনা ১৭ ও জিঙ্ক ও আয়রন সমৃদ্ধ বিনা ২০, আউশ মৌসুমের জন্য বিনা ১৯, রবি মৌসুমের জন্য বিনা সরিষা ৪, বিনা সরিষা ৯ ও বিনা সরিষা ১১, বিনা খেসারী ১, বিনা মুসর ডাল ৮, বিনা চিনা বাদাম ৪ ও ৮, বিনা টমেটো ১০, বিনা হলুদ ১, বিনা লেবু ১ ইত্যাদি জাতের ফসল চাষের পরামর্শ দেওয়া হয়।
কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।
তিনি বলেন, সাতক্ষীরা-খুলনা অঞ্চল লবণাক্ততা প্রবণ। বিনা প্রতিনিয়ত গবেষণার মাধ্যমে এই প্রতিকূলতা মোকাবিলা করে ফসল উৎপাদনের লক্ষ্যে নানা জাত উদ্ভাবন করছে। এবং এর মধ্যদিয়েই খাদ্য নিরাপত্তা অর্জন, ক্ষুধা মুুক্তি ও পুষ্টি পরিস্থিতির উন্নয়ন সম্ভব। এজন্য কৃষক ও সংশ্লিষ্ট অধিক্ষেত্রে কর্মরতদের সমন্বিত প্রচেষ্টা খুবই কার্যকর ভূমিকা রাখতে পারে। এছাড়া এবার সাতক্ষীরাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে বর্ষা মৌসুমে ঘটে স্মরণকালের রেকর্ড পরিমাণ বৃষ্টি ও জলাবদ্ধতা এরসঙ্গে ছিল উপকূলীয় নদীবাঁধ ভেঙে মাঠের পর মাঠ কৃষি অঞ্চল প্লাবিত হওয়ার ঘটনা। এতে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এই অঞ্চলের ধান, ডাল, সবজিসহ বহু ক্ষেত। তা মোকাবেলা কঠিন হলেও এর দায়িত্ব মুলত দেশের কৃষি বিজ্ঞানীদের কাঁধেই আসে। তাই বিনা কৃষি বিজ্ঞানীরা এ জলবায়ু অভিঘাত মোকাবেলায় করবে যথাযথ গবেষণা। সমাধানের পথও রচনা করবেন তারা।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনার পরিচালক (গবেষণা) ড. মো. ইকরাম-উল-হক, প্রকল্প পরিচালক ড. মোঃ মাহবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. আশিকুর রহমান ও বিনা সাতক্ষীরা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম।
এফএইচ