সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঢাকা চিফ জুডিসিয়াল মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। পরে পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত আমুর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
এ খবরে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন রিজভী মিষ্টি বিতরণ করেন। এর আগে আমুর গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পরলে বিএনপি, অঙ্গ সংগঠন, সাধারণ জনতা বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেছেন। সেদিনও আওয়ামী লীগের রিজভী অনেক জায়গায় মিষ্টি বিতরণ করেন। দলীয় স্বেচ্ছাচারিতা, নির্যাতন, হয়রানি ও নেতাকর্মীদের সাথে হিংস্ব আচরণের কারণেই শোচনীয় পরাজয়ের পর আমুর নিজ দলীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আমুর বিরুদ্ধে পোস্ট দিচ্ছে।
এ থেকেই প্রমাণ করে আমির হোসেন আমু কতটা সার্থান্বেষী ও জুলুমবাজ ছিলেন। জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক রুহুল আমিন রিজভী গণমাধ্যমকে ক্ষুদে বার্তায় জানান, চার বছর আগে ২০২০ সালের ডিসেম্বর মাসের একই তারিখে আমাকেও আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল আমুর নির্দেশে দেওয়া আইসিটি মামলায়। আমাকে রিমান্ডে নিয়ে আমুর নির্দেশে নির্যাতন করা হয়েছিল। সেই নির্যাতনের পর আমি এখনও পুরোপুরি সুস্থ নয়।
তিনি আরও জানান, আজ আমুর নিজের একই অবস্থা। আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। জুলুমের বিচার দুনিয়াতেই দেখিয়ে দেয়। আর তার মতো (আমু) রক্তচোষা নেতার এমন দশা দেখানোর জন্যই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে।
আরএ