সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে নগরীর চাষাড়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
গিয়াস উদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে ওঠে। বেগম খালেদা জিয়া স্বৈরাশাসনের বিরুদ্ধে আপোসহীস সংগ্রাম করেছে। ফলে আপোসহীন নেত্রী খেতাবে ভূষিত হয়েছেন তিনি। এদেশের ইতিহাসে রাজনৈতিক অঙ্গণে এক বিশেষ অবস্থান দখল করে নিয়েছেন খালেদা জিয়া।
তিনি আরও বলেন, জুলাই-আগস্ট আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। যারা ফ্যাসিস্ট সরকারের দোসর ও সন্ত্রাসী তারা আমাদের ওপর ১৬ বছরে অনেক অত্যাচার করেছে। নারায়ণগঞ্জের গডফাদার তার সঙ্গী সাথীদের নিয়ে এমন কোনো সেক্টর নাই যেখান থেকে চাঁদাবাজি করে নাই। সরকারি এমন কোনো সংস্থা নাই যেখান থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে নাই তিনি। এই টাকা বিদেশে পাচার করেছে তিনি। আজকে তারা সেই টাকা দিয়ে ষড়যন্ত্র করছে। তাই নারায়ণগঞ্জবাসীর দাবি তাদের বিচারের আওতায় আনতে হবে।
এর আগে দুপুর ২টা থেকে নারায়ণগঞ্জ সদর, বন্দর, সোনারগাঁও, আড়াইহাজার ও রূপগঞ্জ থেকে দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে গণসমাবেশে যোগদান করতে শুরু করেন। সমাবেশে শহীদ জিয়া হলের পশ্চিমমুখী সমাবেশস্থলে বক্তারা তাদের বক্তব্যে শহীদ জিয়া হলকে পুর্নসংস্কারের দাবি জানায়।
আরএ