সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরের আলফাডাঙ্গার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগীবরাট গ্রামে আপন চাচার জমি দখল করে ঘর উত্তোলনের অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে।
এ ঘটনায় বুধবার(৬ অক্টোবর) রাতে ভাতিজা শাহিন মোল্যা ও তার স্ত্রী মদিনা বেগমের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী আকতার মোল্যা।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার যোগীবরাট গ্রামে আকতার মোল্যার সাথে ভাতিজা শাহিন মোল্যার সঙ্গে বাড়ির ৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে আকতার মোল্যা ও তার ছেলেকে একাধিক বার মারধর করে শাহিন। আকতার মোল্যার পিতা জীবিত থাকাকালিন সময়ে সকল ভাইদের আপসমতে জমি ভোগদখল করে নেয় সবাই।
আকতার মোল্যার পিতা ও বিবাদী শাহিন মোল্যার পিতা মারা যাওয়ার পর থেকে অভিযুক্তরা জমির পূর্বের শর্ত না মেনে গায়ের জোরে জমি দখল করার ষড়যন্ত্র করে। ইতোমধ্যে বিরোধপূর্ণ জমিতে শাহিন মোল্যা জোর করে ঘর উত্তোলন শুরু করে। আকতার মোল্যা এ কাজে বাঁধা প্রদান করলে বিবাদী বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে। আকতার মোল্যার ছোট ভাই ফরিদ মোল্যা জমি মেপে ঘর উত্তোলনের কথা বললে তাকেও হুমকি প্রদান করে শাহিন।
আকতার মোল্যা বড় ছেলে আব্দুল্লা মোল্যা বলেন,নারায়নগঞ্জ জেলার একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমি। গতমাসে বাড়িতে গিয়ে এ ঘটনা শুনতে গেলে চাচাতো ভাই শাহিন মোল্যা আমাদের মারধর করে হুমকি প্রদান করে।
এ ব্যাপারে শাহিন মোল্যা বলেন, আমাদের বাবা-চাচাদের জমি এখন বন্টন হয়নি। আমার দখল স্বত্ত্বে জমিতে ঘর উত্তোলন করছি। আমার বিরুদ্ধে থানায় মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দিয়েছে। আকতার মোল্যা তার বড় ছেলে আব্দুল্লাকে কোনো মারধর করা হয়নি বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ওসি ছুটিতে থাকায় দায়িত্বপ্রাপ্ত সেকেন্ড অফিসার (এসআই) তানভির আহমেদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এফএইচ