সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইলে ইসলামি চক্ষু হাসপাতলের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) শহরের কুড়িগ্রাম এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ইসলামি চক্ষু হাসপাতলের যাত্রা শুরু হয়।
আলোচনা সভায় জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আই হাসপাতালের পরিচালক ডা. মো. সোহেল মাহমুদ।
এসময় বক্তব্য রাখেন ইসলামি চক্ষু হাসপাতালের চেয়ারম্যান আবু কাওছার, ব্যবস্থাপনা পরিচালক সরোয়ার হোসেন, ইসলামি চক্ষু হাসপাতাল বরিশালের পরিচালক প্রশাসন লুৎফর কবীর রিপন, ইসলামি চক্ষু হাসপাতাল মোহাম্মদপুর ঢাকার পরিচালক আমিনুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারী ওবায়দুল্লাহ কায়সার, ডা. আরাফাত হোসেন, ডা. মাহমুদুল হাসান প্রমূখ।
বাংলাদেশ আই হাসপাতালের পরিচালক ডা. মো. সোহেল মাহমুদ বলেন, বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত ১০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে প্রতিদিন চক্ষু ও মাথাব্যাথা রোগী,চোখের ছানি পড়া, ঝাপসা দেখা, নেত্রনালীসহ চোখের যাবতীয় রোগের চিকিৎসা প্রদান করা হবে।
এছাড়া রেটিনা, গ্লুকোমা ও ফ্যাকো বিশেষজ্ঞরাও রোগী দেখবেন এবং অপারেশন করবেন। শুরুর দিনে শতাধিক নারী-পুরুষকে ঢাকা থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা প্রদান করেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিতত হয়। এসময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।