সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্বৃত্তদের গুলিতে উজ্জল খালাশী ওরফে বাবলার (৪০) হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মুন্সীগঞ্জ ও মতলব উত্তরের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি বক্তৃতা রাখেন- নিহত উজ্জল খালাশীর মা ফরিদা বেগম, স্ত্রী আফসানা আক্তার, মামা বাহাউদ্দিন বেপারী, বোন শিউলী আক্তার, রূপালী আক্তার প্রমুখ।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর সকালে জেলার গজারিয়া উপজেলার মল্লিকের চর গ্রামে রহিম বাদশার ছেলের সঙ্গে ভাগ্নি সিনথিয়া বেগমের বিয়ের কথাবার্তা বলতে গেলে একদল নৌ ডাকাত হামলা চালিয়ে গুলি করে উজ্জল খালাশীকে হত্যা করে। এ ঘটনায় ২৬ অক্টোবর মা ফরিদা বেগম বাদী হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করেন। নিহত উজ্জল খালাশী চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর গ্রামের মো. বাচ্চু খালাশীর ছেলে।
আরএ