সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শেরপুরের নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) রাত ৯টায় নালিতাবাড়ী সীমান্ত দাওধারা কাটাবাড়ী এলাকায় মাদকদ্রব্যসহ তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলো- নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমচূড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৪) ও শেরপুর সদর উপজেলার ছনকান্দা গ্রামের জিয়ারুল হকের ছেলে মো. আলী হোসেন (২৬)।
জানা গেছে, শেরপুর পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে ও এএসপি নালিতাবাড়ী সার্কেলের নির্দেশে এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে অভিযান দল দাওধারা কাটাবাড়ি থেকে একটি মাইক্রোবাস থেকে ৭৭৪ বোতল মাদকসহ ২ জনকে গ্রেপ্তার করে। জব্দকৃত নিষিদ্ধ ভারতীয় মদের অনুমানিক মূল্য দশ লাখ সত্তর হাজার টাকা।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছানুয়ার হোসেন বলেন, এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে বলেও জানান তিনি।
আরএ