সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লা নগরীতে মাদরাসার টয়লেট থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসার টয়লেট থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত মাদরাসা ছাত্রের নাম তাওহীদ হোসেন (১২)। সে চৌদ্দগ্রাম পৌর এলাকার রামরায় গ্রামের খোরশেদ আলমের একমাত্র ছেলে। নিহত তাওহীদ মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসার হিফয বিভাগের ছাত্র।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসার টয়লেটের ভেন্টিলেটরের সাথে তাওহীদের ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিষ্ঠানটির আরেক ছাত্র। পরে মাদরাসা কর্তৃপক্ষ এসে পুলিশকে জানায়। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এলাকাবাসী ও পরিবারের দাবি, ছেলেটিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তবে মাদরাসা কর্তৃপক্ষের দাবি- ছেলেটি আত্মহত্যা করেছে। কর্তৃপক্ষ বলছেন ছেলেটি দুপুর ২টায় ওয়াশরুমে গিয়েছিল। অনেক খোঁজার পর রাত ৮টায় জানতে পারে ছেলেটি বাথরুমে আত্মহত্যা করেছে।
মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক নাজির আহমেদ ফাহিম বলেন, এই ছাত্র আত্মহত্যা করেছে। আপনারা (সাংবাদিকরা) শুধু শুধু আমাদের শুনাম নষ্ট করতেছেন।
কুমিল্লা কোতওয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে সাথে সাথে ফোর্স পাঠিয়েছি। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ