সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বুলবুলের বিরুদ্ধে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। আজিজুর ইসলাম আপন নামে ওই যুবকের পিতা টুকু মিয়া গত রোববার রাতে বুলবুলসহ ৫ জনকে আসামি করে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এর আগে ২৬ অক্টোবর ও ১ নভেম্বর ওই উপজেলার ভোটমারী এলাকায় আজিজুর ইসলাম আপনকে মারধর করেন বুলবুল ও তার লোকজন। এ ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও আইনী ব্যবস্থা নেয়নি পুলিশ।
অভিযোগ সুত্রে জানা গেছে, ওই উপজেলার ভোটমারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা টুকু মিয়ার সাথে আব্দুর রাজ্জাক বুলু নামে এক ব্যক্তির জমি নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের সুত্র ধরে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বুলবুল ও তার লোকজন প্রথমে গত ২৬ অক্টোবর আব্দুর রাজ্জাক বুলুর পক্ষ হয়ে টুকু মিয়ার পুত্র আজিজুর ইসলাম আপনকে মারধর করেন। আজিজুর ইসলাম আপন বিষয়টি স্থানীয় বিএনপি’র আহবায়ক জাহাঙ্গীর আলমকে জানালে এতে ক্ষিপ্ত হয়ে উঠে বুলবুল। গত ১ নভেম্বর আবারও আজিজুর ইসলাম আপনকে মারধর করেন বুলবুল ও তার লোকজন। একটি ভয়েস রেকর্ডেও শোনা যায় আজিজুর ইসলাম আপন নামে ওই যুবকে নিযার্তনের সময় ছাত্রদল নেতা বুলবুলের কন্ঠ। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
টুকু মিয়া জানান, এ ঘটনায় বুলবুলসহ ৫ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় গত রোববার রাতে একটি অভিযোগ দিলেও ৪ দিনেও আইনী ব্যবস্থা নেয়নি পুলিশ। আজ কাল বলে পুলিশ সময় পার করছে।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বুলবুল। তিনি জানান, ওই যুবকের সাথে তার কোনো ঝামেলা নেই। তাকে তিনি মারধরও করেন নাই। দুপুরে তাকে কে বা কারা মারধর করেছেন সেই ঘটনা তিনি সন্ধ্যায় শুনেছেন। তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেন এই ছাত্রনেতা।
কালীগঞ্জ থানায় ওসি-র দায়িত্ব থাকা উপ-পরিদর্শক এরশাদ আলম জানান, অভিযোগটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযোগে উল্লেখিত কিছু বিষয়ের প্রাথমিক সত্যতাও রয়েছে। দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এফএইচ