সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে মামলা দায়ের ও চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছেন তারা
বুধবার (৬ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এসময় তারা বলেন, গত ১ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে সাবেক এমপি, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি বিস্ফোরক মামলা হয় সদর মডেল থানায়। অথচ এবিষয়ে কিছুই জানেন না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্তরা। আমাদেরকে না জানিয়ে মামলায় অতিরিক্ত সুবিধা আদায় করতেই আমাদের নাম ব্যবহার করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আরও বলেন, মামলাটির বাদী ইউসুফ আলী ও সাক্ষীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ নন, তারা ব্যক্তিগতভাবে মামলাটি করেছেন।
জানা গেছে, মামলাটি থেকে অব্যাহতি দেওয়ার নাম করে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মুঠোফোনে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি জানানো হয়েছে। জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি বলে জানান তারা।
এফএইচ