সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঢাকার খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য রায়হান সরকার নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত গাইবান্ধার সদরের ট্রাকচালক রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
গ্রেপ্তার রিপন মিয়া (২২) সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নে উজির ধরনীবাড়ী গ্রামের মৃত্যু নুরুজ্জামান মিয়ার ছেলে। পেশায় ট্রাকচালক রিপন দীর্ঘদিন ধরে ঢাকায় থাকতেন।
গোপন খবরে অভিযান চালিয়ে মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলা গজঘন্টা ইউনিয়নের ২নং ওয়ার্ডের জয়দেব কাগজিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
বুধবার (৬ নভেম্বর) বিকেলে র্যাব-১৩ ক্যাম্পের অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ অক্টোবর সকালে ঢাকার খিলক্ষেতের কুড়াতলী সড়কে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক ডিউটিরত পুলিশের একটি গাড়ির পিছনদিকে ধাক্কা দেয়। এতে গাড়ির ড্রাইভার কনস্টেবল রায়হান সরকার ও কনস্টেবল লিয়াকত আলী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ট্রাকটি জব্দের পর খিলক্ষেত থানায় অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত চালিয়ে উক্ত ট্রাকের চালক হিসেবে রিপন মিয়াকে শনাক্ত করেন। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিপনকে জিজ্ঞাসাবাদের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
২৮ বছর বয়সী নিহত কনস্টেবল রায়হান সরকার রাজশাহী গোদাগাড়ী উপজেলার সরাই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. আব্দুস সোবাহানের ছেলে। খিলক্ষেত থানায় দেড় বছর ধরে গাড়িচালক হিসেবে কর্মরত রায়হান কুড়াতলি এলাকায় স্ত্রীকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন।
এফএইচ