সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গোপালগঞ্জের কাশিয়ানীতে নামাজ পড়তে যাবার পথে আব্দুল কুদ্দুস শেখ (৬৫) নামে এক রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর রাতে ফজরের নামাজ পড়তে যাবার পথে কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত কুদ্দুস শেখ ওই গ্রামের মৃত হাশেম শেখের ছেলে।
নিহতের মেয়ে নিলুফা বেগম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার দক্ষিণপাড়া মার্কাস মসজিদে ফজরের নামাজ পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন কুদ্দুস শেখ। পথিমধ্যে ভোর সাড়ে ৫টার দিকে কামাল শেখের পুকুর পাড়ে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা কুদ্দুস শেখকে ধারালো অস্ত্র দিয়ে বুকের ডান, বাম পাশ ও মাথার পিছনেসহ শরীরের বিভিন্ন স্হানে এলোপাতাড়ি কুপিয়ে পানির মধ্যে ফেলে রেখে যায়। এ সময় কুদ্দুসের চিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনজুরুল করিম তাকে মৃত ঘোষণা করেন।
নিলুফা আরও জানান, ঘটনাস্থল থেকে একটি ছুরি, একটি জ্যাকেট ও দুই জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।
নিহতের মেয়ে নিলুফা বেগম (১৯) অভিযোগ করে জানান, বিগত ২০২৩ সালে কাশিয়ানী উপজেলার জোতকুড়া গ্রামের সিরাজ সরদারের ছেলে রফিক সরদারের সাথে তার বিয়ে হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর যৌতুকের দাবিতে কয়েক দফায় তাকে মারপিট করায় সম্প্রতি রফিককে বিবাদী করে আদালতে একটি মামলা দায়ের করেন নিলুফার বেগম। গত ২৬ সেপ্টেম্বর রফিক আদালতে হাজির হয়ে জামিন লাভ করেন।
নিলুফা জানান, জব্দকৃত জ্যাকেটটি তার স্বামী রফিক সরদারের বলেও তিনি দাবি করেছেন।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফি উদ্দিন খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কে বা কারা হত্যা করেছে তা তদন্তে বেরিয়ে আসবে। এ ব্যাপারে এখনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
আরএ