সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে সুলতান মোল্যা (৭০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুইপক্ষের আহত হয়েছেন আরও ৬ জন।
সোমবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুুলতান মোল্যা উপজেলার চাঁদপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত আলেক মোল্যার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। যার একটির নেতৃত্বে পুরুলিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য জামাল মোল্যা ও বাসার। অপর গ্রুপের নেতৃত্বে সাবেক ইউপি সদস্য শরিফুল মোল্যা ও সুইট শেখ।
সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সাবেক ইউপি সদস্য শরিফুল মোল্যা সমর্থিত সুলতান মোল্যাকে বাড়ি ফেরার পথে একা পেয়ে বর্তমান ইউপি সদস্য জামাল মোল্যা সমর্থিত লোকজন অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেন। খবর পেয়ে শরিফুল মোল্যা ও সুইট সমর্থিতরা লোকজন জড়ো করে পাল্টা ধাওয়া দিলে সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই পক্ষের আহত হন ৬ জন। গুরুতর আহত সুলতান মোল্যাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
তবে ঘটনায় অভিযুক্ত বর্তমান ইউপি সদস্য জামাল মোল্যার সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধের সেই জের ধরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। গুরুতর আহত সুলতান মোল্যা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের দল হাজির হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত আছে। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে হত্যা মামলা রজু হবে।
আরএ