সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের ধারে থেমে থাকা একটি ট্রাককে অপর একটি ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। রোববার (৩ নভেম্বর) দিবাগত রাতে পৌর এলাকার চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপার সুজন (৩০) নওগাঁর বদলগাছী এলাকার বাসিন্দা। সে ধাক্কা দেওয়া সিমেন্টবোঝাই ট্রাকের চালকের সহকারী (হেলপার) ছিলেন।
এ ঘটনায় পালিয়ে গেছে সিমেন্টবোঝাই ট্রাকের চালক। আটক করা হয়েছে থেমে থাকা ট্রাকের চালক এবং তার সহকারীকে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বালুবোঝাই একটি ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার ধারে থেমে ছিল। একই সময় বগুড়াগামী সিমেন্টবোঝাই অপর আরেকটি ট্রাক থেমে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিমেন্টবোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন ওই ট্রাকের হেলপার।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, থেমে থাকা ট্রাকের চালক এবং হেলপারকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে তুলে দিয়েছেন তারা।
আরএ