সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নেত্রকোনার মোহনগঞ্জের টুনাই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাগলাজুর ইউনিয়নের টুনাই নদী থেকে মধ্য বয়সী ওই ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি আমিনুল ইসলাম জানান, ধনু নদী বা অন্য কোনো নদী দিয়ে লাশ ভেসে এখানে এসেছে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তে পিবিআইয়ের সাথে কথা বলেছি। তারা প্রযুক্তির মাধ্যমে ওই ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করবে। এছাড়া দেশের সকল থানায় এ বিষয়ে বার্তা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কয়েকদিন আগে হত্যার পর লাশ পানিতে ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে দেহটি পঁচে গলে গিয়েছে। সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হবে।
আরএ