সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পটুয়াখালীর সদর উপজেলার বহালগাছিয়া গ্রামে ঘটে যাওয়া চাঞ্চল্যকর বৃদ্ধ দম্পতি হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটিত হয়েছে। চলতি বছরের জুলাই মাসে সংঘটিত এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ আলি হেসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পটুয়াখালীতে বৃদ্ধ দম্পতি আশরাফ আলী হাওলাদার (৭৭) ও তার স্ত্রী হোসনে আরা বেগম (৭০) হত্যার ঘটনার মূল হোতা মোহাম্মদ আলী হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমেদ মাঈনুল হাসান। গ্রেপ্তার আলী হোসেন সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া এলাকার আব্দুল বারেক গাজীর ছেলে।
পুলিশ জানায়, গত ২০ জুলাই রাতে সদর উপজেলার বহালগাছিয়া গ্রামে বৃদ্ধ ওই দম্পতিকে নিজ ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। হত্যার কারণ হিসেবে মালামাল চুরির পাশাপাশি অন্য কোনো উদ্দেশ্য বা ইন্ধনদাতা রয়েছে কিনা সে বিষয়ে পুলিশ তদন্ত করছে।
পুলিশ আরও জানায়, ওইদিন রাতে আলী হোসেন ও তার সঙ্গীরা বৃদ্ধ দম্পতির ঘরে প্রবেশ করে তাদের হত্যা করে এবং মালামাল চুরি করার চেষ্টা করে বলে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন। এ ঘটনায় অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।
আরএ