সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে যৌথ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। রোববার (৩ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর মোড়সহ বিভিন্ন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স না থাকাসহ সড়ক পরিবহন আইনে কানসাটে ২৬টি মামলা দেওয়া হয়। পাশাপাশি কাগজপত্র বিহীন ১ মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়াও শিবগঞ্জে বেশ কিছু গাড়িকে মামলা দেওয়া হয়েছে।
সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ জানায়, সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। মামলা ও যানবহন জব্দ করার পাশাপাশি অভিযানে সড়কে শৃঙ্খলা ও আইন-কানুন ফিরিয়ে আনা ও বৈধ গাড়ির কাগজপত্র সাথে রাখা এবং হেলমেট ব্যবহারে উৎসাহিত করা হয়। পথচারীদের সচেতনতা বাড়াতে এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।
আরএ